• আপডেট টাইম : 04/01/2022 03:00 AM
  • 406 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ১৫টি ঘরের নির্মাণ কজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শরিসাডুলি গ্রামের ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, দৌলতপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন, দৌলতপুর মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, বোয়ালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খোয়াজ আলী ও চিলমারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান সহ স্থানীয় সুধীজন।
‘আশ্রয়ের অধিকার, শেখ হাসিনার উপহার' এই শ্লোগানে মুজিববর্ষে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও গৃহহীন ও ভূমিহীন পরিবারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের একখন্ড জমি ও ঘর প্রদান করা হয়েছে। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ১৫টি ঘরের প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২লক্ষ ৪০ হাজার টাকা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...