মহান মে দিবসের কর্মসূচি পালনের ঘটনাকে কেন্দ্র সিলেটে জনৈক হোটল মালিক কর্তৃক সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের এবং ৩ জন শ্রমিকনেতাকে গ্রেফতারের প্রতিবাদে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। ১৪ মে বিকেলে শহরের কোর্ট রোডস্থ কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌমুহনা ও টিসি মার্কেটের সামনে থেকে ঘুরে পুণরায় কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাস। ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া, কুলাউড়া উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ ছায়েদ মুন্সী, জুড়ী উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ রোমেল মিয়া, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজিব, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াস মিয়া প্রমূখ।
বক্তারা বলেন মহান মে দিবসের কর্মসূচি পালন করার দিনে মালিকশ্রেণি ষড়যন্ত্র-চক্রান্ত করে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলীসহ ৮ জনের নামে মিথ্যা মামলা দায়ের করে। ১৮৮৬ সালে শ্রমিকশ্রেণি বুকের তাজা রক্ত দিয়ে ও ফাঁসি কাষ্ঠে আত্মাহতি দিয়ে ৮ ঘন্টা শ্রম, ৮ ঘন্টা বিনোদন ও ৮ ঘন্টা বিশ্রামের ঐতিহাসিক দাবি আদায় করে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে ১ মে সর্বজনীন ছুটি হিসেবে ¯^ীকৃত হয়। শ্রমিকদের অর্জিত দাবির সুফল হিসেবে আজ সরকারের কর্মকর্তা-কর্মচারী ৮ ঘন্টা অফিস ও ১ মে ছুটি ভোগ করেন। এমন কি শ্রমিকদের আইনগত অধিকার ও সমস্যা নিরসণের জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম দপ্তরের কর্মকর্তারাও ৮ ঘন্টা অফিস ও ১ মে ছুটি ভোগ করলেও শ্রমিকদের জন্য ৮ ঘন্টা কর্মদিবসের আইন বাস্তবায়ন ও ১ মে ছুটির প্রেক্ষিতে কার্যত তারাও নির্লিপ্ত থাকেন।
শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে আজ অনেক জেলায় হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকরা ১ মে ছুটি ভোগ করে মে দিবসের কর্মসূচি পালন করেন। এবছরও সিলেটে হোটেল শ্রমিকরা ছুটি ভোগ মে দিবসের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনের আন্দোলন-সংগ্রাম অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রমিকরা ছুটিতে থাকায় মে দিবসে সিলেট নগরীর সকল হোটেল-রেস্টুরেন্ট বন্ধ ছিল। কিন্ত গুটি কয়েক মালিক পূর্ব-পরিকল্পিতভাবে উস্কানিমূলক ও ষড়যন্ত-চক্রান্ত বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিষ্ঠান খোলা রেখে শ্রমিকদের দিয়ে জোরপূর্বক কাজ করিয়ে শ্রমিকদের নিয়মতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত ও ক্ষতিগ্রস্থ করার লক্ষ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের দিনে শ্রমিকনেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। মালিকের মিথ্যা মামলায় পুলিশ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাগর মিয়া ও হোটেল শ্রমিকনেতা শাহিন আহমেদকে কর্মস্থল থেকে গ্রেফতার করে। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযোগ করেছেন মালিকদের মিথ্যা মামলায় পুলিশী হয়রানিতে অনেক সাধারণ হোটেল শ্রমিকরাও ভয়ে কর্মস্থলে যেতে পারছেন না। পুলিশ কর্মস্থল থেকে এখন পর্যন্ত ৩ জন হোটেল শ্রমিককে গ্রেফতার করেছে, যার মধ্যে একজনের নাম মালিকদের কথিত মামলার এজহারভ‚ক্ত নয়। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিক নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রতাহার, গ্রেফতারকৃত শ্রমিকনেতার মুক্তি প্রদান এবং পুলিশী হয়রানি বন্ধের জোর দাবি জানান। মে দিবসের সংগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকশ্রেণি তৎকালীন শ্রমিকশ্রেণির বিরুদ্ধে পুলিশ ও মাস্তান লেলিয়ে দিয়ে হত্যা, নির্যাতন ও প্রহসনের বিচার করে শ্রমিকনেতাদের ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে যেমন আন্দোলন-সংগ্রাম দমন করতে পারেনি তেমনি আজকের মালিকশ্রেণিও শ্রমিকদের ঐক্যবদ্ধ ন্যায্যসঙ্গত আন্দোলন সংগ্রামকে দমন করতে পারবে না। নেতৃবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করে বলেন আগামী ১৭ মে’২৪ শুক্রবার বিকেল ৩ টায় সিলেট কোর্ট পয়েন্টে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সমাবেশ থেকে নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।