ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের আর মাত্র দু’দিন বাঁকী, তাই শেষ মুহুর্তে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রোববার রাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারনা। ভোটারদের কাছে নিজেকে যোগ্য হিসেবে পরিচিতি ঘটাতে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধো পাল্টা পাল্টি অভিযোগ, ভয় ভীতি প্রদর্শন, উন্নয়নের নানা প্রতিশ্রæতি ও জনপ্রতিনিধির স্বজন হওয়ায় বাড়তি সুবিধা আদায়ের চেষ্টার ত্রæটি রাখছেন না। তবে নিরুত্তাপ নির্বাচনী প্রচারনায় সাড়া জাগাতে পারছেনা ভোটারদের মাঝে। তারপরও জেনে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার প্রতিশ্রতি সাধারণ ভোটারদের।
এবারের নির্বাচনে দৌলতপুরে উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন দু’জন প্রার্থী। এরমধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি স্বতন্ত্র) আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর ছোট ভাই দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। তিনি প্রতিদ্ব›িদ্বতা করছেন আনারস প্রতীক নিয়ে। অপরজন নতুন মুখ দৌলতপুর উপজেলা শ্রমিক লীগের আহŸায়ক আনিসুর রহমান। তিনি প্রতিদ্ব›িদ্বতা করছেন ঘোড়া প্রতীক নিয়ে। নির্বচনী প্রচারনা, গণসংযোগ, পথসভা করে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী এগিয়ে থাকলেও তার একমাত্র প্রতিদ্ব›িদ্ব দৌলতপুর উপজেলা শ্রমিক লীগের আহŸায়ক আনিসুর রহমানের নির্বাচনী প্রচারনার মাঠে তার সক্রিয় অবস্থান লক্ষ্য করা যায়নি। তবে তিনি একমাত্র প্রতিপক্ষ ও প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর বিরুদ্ধে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন।
একইভাবে প্রচারানায় থেমে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। তারাও ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। কেউ দিচ্ছেন অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিশ্রæতি আবার কেউ দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রæতি। দৌলতপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৩জন। এরমধ্যে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছোট ভাই কামরুজ্জামান কামরুল এবং জাহেরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৪জন। এরমধ্যে রয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা কবিরাজ জলি, সুরভি আক্তার ও এ্যাড. ফারজিয়ানা ডলি।
তবে সাধারণ ভোটারদের অভিমত সব দলের অংশ গ্রহণে ভোট হলে তা হতো জমজমাট ও উৎসবমুখর। তারপরও তারা জেনে শুনে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন এমন অভিমত তাদের। আগামী ২১মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ের পথে এগিয়ে রয়েছেন বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।