• আপডেট টাইম : 01/12/2021 05:01 PM
  • 391 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com


কুষ্টিয়ার দৌলতপুরে মহান বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে মহান বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর থানার নবাগত ওসি এস এম জাবেদ হাসান।

সভায় উপস্থিত থেকে মতামত তুলে ধরেন, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব নজরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা হয়দার আলী। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।


প্রস্তুতি সভায় মহান বিজয় দিবস উদযাপনের সামগ্রিক বিষয় তুলে ধরে ¯^াগত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। মতামত ব্যক্ত করেন, দৌলতপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা ছিদ্দিকা, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান, দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম ও প্রভাষক শরীফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।


প্রস্তুতি সভায় উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যদায় উদ্যাপনের জন্য তিনদিনের কর্মসূচী গ্রহন করা হয়। এছাড়াও একই সভায় ৮ ডিসেম্বর দৌলতপুর হানাদার মুক্ত দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যদায় পালনের সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...