• আপডেট টাইম : 09/11/2021 11:22 PM
  • 333 বার পঠিত
  • আবদুল্লাহ ক্বাফী রতন
  • sramikawaz.com

আজ সিপিবি’র উদ্যোগে গণদাবি দিবসের কেন্দ্রীয় কর্মসূচিতে উপরোক্ত দাবি জানানো হয়। বাংলাদেশের
কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে দ্রব্যমলূ ্য নিয়šণ জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ,
ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধ, ভোটাধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্প্রদায়িকতা নির্মূল, দুঃশাসনের অবসান ও বিকল্প
গড়ার দাবিতে আজ সারাদেশে সিপিবি’র উদ্যোগে দেশব্যাপী ‘গণদাবি দিবস’ পালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুরানা পন্টন মোড়ে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের
সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোহম্মদ
শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন।
সমাবেশে নেতবৃ ৃন্দ বলেন, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া জনজীবনকে পদদলিত করে সাধারণ মানুষের নাভিশ্বাস
তুলে দিয়েছে। দ্রব্যমূল্যের চাপে মানুষের জীবন দুবির্ষহ হয়ে উঠেছে। ইতিমধ্যেই জ্বালানি তেলের দাম এবং
বাসের বাড়া বৃদ্ধি মড়ার ওপর খারার ঘাঁর শামিল। মানুষের আয় কমেছে, ব্যায় বেড়েছে সরকার নির্বিকার।
সরকার জনগনের দায়-দায়িত্ব না নিয়ে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। এ অবস্থায় দেশ চলতে
পারে না ষড়যšক¿ ারীদের সৃষ্ট ‘সাম্প্রদায়িক সন্ত্রাস’ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে।
সরকারের নিষ্ক্রিয়তা, নিষ্পৃহতা ও নিয়ন্ত্রণহীনতায় সাম্প্রদায়িক সন্ত্রাস হিন্দু সম্প্রদায়সহ দেশের অসম্প্রদায়িক
মানুষের মনে ক্ষোভের সঞ্চার করেছে। ঘুষ-দুর্নীতি-লুটপাট যে কোনো সময়ের চেয়ে বেশি মাত্রায় সংঘটিত
হচ্ছে। ধনী আরো ধনী হচ্ছে গরীব আরো গরীব হচ্ছে।
সমাবেশে জীবনযাত্রার ব্যয়ের সাথে মজুরির সামঞ্জস্যতা বিধানের জন্য ন্যূনতম জাতীয় মজুরি ২০ হাজার
টাকা করার দাবিও জানানো হয়।
সমাবেশে নেতবৃ ৃন্দ আরো বলেন, জনগণের এ সকল দাবি বাস্তবায়নের জন্য সিন্দাবাদের ভুতের মতো ঘাড়ে
চেপে বসে থাকা আওয়ামী দুঃশাসনের জগদ্দল পাথর অপসারণ করতে হবে। বিকল্প শক্তির উত্থানের মাধ্যমে
বিকল্প গড়ে দুঃশাসনকে পরাজিত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...