• আপডেট টাইম : 04/09/2021 10:03 PM
  • 327 বার পঠিত
  • রজত বিশ্বাস
  • sramikawaz.com

করোনা দুর্যোগের কারণে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মহীন শ্রমিকদের জন্য কাজ, খাদ্য ও চিকিৎসার নিশ্চয়তা এবং রেশন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি। ৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় কোর্টরোডস্থ(মনু সেতু সংলগ্ন) কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের জেলা কমিটির সভা থেকে এই দাবি জানানো হয়। জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি মোঃ সভাপতি মোঃ নুরুল মোহাইমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ তারেশ চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়া, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম-আহবায়ক শ্যামল অলমিক, ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, চা-শ্রমিক সংঘের সদস্য নারায়ন গোড়াইত, হেমরাজ লোহার, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া ও কোষাধ্যক্ষ সুবেল মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াস মিয়া ও সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন। সভায় বক্তারা বলেন করোনা দূর্যোগে হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল এবং এখনও অনেক অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিক ও নিম্ন আয়ের কর্মজীবী অনেক মানুষ কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সম্প্রতি হোটেল রেস্টুরেন্ট খোললেও অধিকাংশ শ্রমিককে এখনও কাজে নেওয়া হয়নি। শ্রমিকদের এই দুর্বিষহ পরিস্থিতিতে না কোন মালিক তাদের সহায়তা করছে, না তারা পাচ্ছে সরকারি সহায়তা। করোনার এই দুঃসময়ে সারাদেশ দেশ থেকে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক উচ্ছেদের মাধ্যমে এ খাতের লক্ষ লক্ষ শ্রমিককে পথে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ ¯^ল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠা এই বাহন যেমন শ্রমিকদের কম শারিরিক শ্রমে উপার্জনের মাধ্যম, তেমনি যাত্রীদের জন্যও সাশ্রয়ী। এই সকল শ্রমিক ও কর্মজীবী নিম্ন আয়ের মানুষের জীবন নির্বাহ করার জন্য কাজ, খাদ্য ও চিকিৎসার নিশ্চয়তা এবং রেশন চালুর দাবি জানান।
সভায় বক্তারা আরও বলেন করোনার দূর্যোগকালে চা ও রাবার শ্রমিকদের জন্য পর্যাপ্ত ¯^াস্থ্য সুরক্ষার ব্যবস্থা না করা এবং ৯ মাস অতিবাহিত হতে চললেও মজুরি বৃদ্ধি না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। করোনাজনিত পরিস্থিতিতে চা ও রাবার শ্রমিকদের ছুটির দাবি উপেক্ষা করে কাজ করতে বাধ্য করা হলেও শ্রমিকদের ¯^াস্থ্য সুরক্ষার প্রেক্ষিতে মালিকপক্ষ কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেননি। করোনা দূর্যোগে সরকারি ত্রাণ সহায়তা ও নগদ আর্থিক সহযোগিতাও চা ও রাবার শ্রমিকদের জোটেনি। অথচ শ্রমিকদের হাড়ভাঙ্গা পরিশ্রমের কারণে গতবছরের চেয়ে চলতি মৌসুমে চা-উৎপাদন বাড়লেও চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হচ্ছে না। বর্তমান দ্রব্যমুল্যের ঊদ্ধগতির বাজারে চা-শ্রমিকদের সর্বোচ্চ দৈনিক মজুরি মাত্র ১২০ টাকা। উপরন্তু এই দুর্যোগকালেও শ্রমিকদের কাজের নিরিখ(পরিমান) বৃদ্ধি করায় মতো অমানবিক ও বেআইনী পদক্ষেপ নিতেই মালিকপক্ষ পিছ পা হচ্ছেন না। মালিকদের ¯^ার্থরক্ষাকারী চা-শ্রমিক ইউনিয়নের নেতারাও মজুরি বৃদ্ধির ব্যাপারে নিরব। নেতৃবৃন্দ অবিলম্বে বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে ৬/৭ জনের একটি শ্রমিক পরিবার সুস্থ্যভাবে বেঁচে থাকার প্রয়োজনে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬৭০ টাকার নির্ধারণ করার দাবি জানান। একই সাথে বর্তমান বাজারদের সাথে সংগতিপূর্ণভাবে ন্যূনতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন, ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ বন্ধ করে নিবন্ধন প্রদান, হোটেল-রেস্টুরেন্ট, নৌযানসহ সকল ধরনের পরিরহন, স’মিল, রিকশা, হকার, দিনমজুর, দর্জি, নির্মাণসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের কাজ, খাদ্য, চিকিৎসার নিশ্চয়তা ও পূর্ণাঙ্গ রেশনিং চালুর দাবি জানান।

বার্তা প্রেরক
রজত বিশ্বাস
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ,মৌলভীবাজার জেলা কমিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...