• আপডেট টাইম : 26/04/2024 01:58 PM
  • 318 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে কুষ্টিয়ায় বৃষ্টির জন্য সালাতুল ‘ইস্তিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনু্ষ্িঠত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নেন এলাকার হাজারো মুসল্লি। এ সময় বৃষ্টি চেয়ে দুই রাকাত নামাজ আদায় করেন এবং নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নামাজে অংশ নেওয়া মুসল্লি জানান, চলমান প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদের কারনে জীবিকা নির্বাহের তাগিদে বাইরে বের হতে পারছে না শ্রমজীবী মানুষ। আল্লাহ দরবারে বৃষ্টির জন্য দোয়া কামনা করা হয়। এরআগে বৃহস্পতিবার দুপুরে জেলার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল মাঠে বৃষ্টির জন্য সালাতুল ‘ইস্তিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনু্ষ্িঠত হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...