• আপডেট টাইম : 03/09/2021 01:30 AM
  • 394 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্যচাষীদের মাঝে মৎস্য উৎপাদন উপকরণ বা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন এলাকার আশ্রয়ন প্রকল্প, গুচ্ছগ্রাম, আদর্শগ্রাম, মথুরাপুর আশ্রয়ন প্রকল্প এবং সরিষাডুলি গুচ্ছ গ্রামের ৬টি পুুকুরের সুফলভোগীদের মাঝে ১৫কেজি করে মৎস্য উৎপাদন উপকরণ বা সামগ্রী বিতরণ করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে মৎস্য উৎপাদন উপকরণ বা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ও দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান।
উল্লেখ্য, ‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্য নিয়ে গত ২৮ আগষ্ট থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। গতকাল ষষ্ঠ দিনের কর্মসূচীর মধ্যে ছিল মৎস্যচাষীদের মাঝে মৎস্য উৎপাদন উপকরণ বা সামগ্রী বিতরণ। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শুক্রবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...