• আপডেট টাইম : 25/12/2020 01:04 AM
  • 431 বার পঠিত
  • বিশেষ প্রতিবেদক, কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় ট্রাফিক বিভাগকে শতভাগ ডিজিটালের আওতায় আনার লক্ষ্যে ই-ট্রাফিক প্রসিকিউশন উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর সকাল ১০টায় কুষ্টিয়া ট্রাফিক মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আতিকুল ইসলাম আতিক, ট্রাফিক ইন্সপেক্টর জুবায়ের হোসেনসহ অন্যরা।
ই-ট্রাফিক কার্যক্রমের উদ্ধোধনকালে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, বর্তমান সরকার সেবা সহজীকরন ও দুর্নীতি কমাতে সব¶েত্রে ডিজিটাল সুযোগ-সুবিধা বাড়াচ্ছে। তারই অংশ হিসেবে এখন থেকে কুষ্টিয়াতেই ট্রাফিক বিভাগের সব মামলা ই-ট্রাফিক সিস্টেমে হবে। মানুষের হয়রানী কমবে। সেই সাথে দুর্নীতি করার কোন সুযোগ থাকবে না। ইউক্যাশের মাধ্যমে অর্থ পরিমোধ করতে পারবে গ্রাহকরা। এ সময় সেট বেল্ড না বাঁধায় একটি প্রাইভেট কার চালককে জরিমানা করা হয় নতুন এই সিষ্টেমে। ২০১৮ সালের নতুন সড়ক আইনে এখন থেকে সকল যান এই সিষ্টেমের আওতায় আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...