দেশব্যাপী বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস, অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর বুধবার বিকেলে মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান বক্তা ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন। সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, সাইফুল ইসলাম শেলি দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, মরিচা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ ও মধুরাপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু। সমাবেশ মঞ্চে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, আজকের এ সমাবেশ ¯^তস্ফূর্ত সর্বস্তরের জনতার সমাবেশ। আওয়মী লীগের এ সমাবেশ কোন ভাড়ায় চালিত নেতাদের নিয়ে সমাবেশ নয়। এ সমাবেশ কোন টাকা দিয়ে হায়ার করে বিভিন্ন উপজেলার লোক নিয়ে আসা সমাবেশ নয়। এই সমাবেশ ভালবাসার সমাবেশ। এই সমাবেশ দৌলতপুরের আওয়ামী লীগের আদর্শবান নেতা-কর্মীদের সমাবেশ। এই সমাবেশ শেখ হাসিনার প্রতি আস্থাশীল বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের সমাবেশ।
তিনি বলেন, আওয়ামী লীগ কচুর পাতার পানি না যে, ঠেলা দিয়ে নৌকা থেকে নামিয়ে দিবেন। এদেশে একটি রক্ত¯œাত সংবিধান আছে সেই সংবিধান অনুসারে এই দেশে নির্বাচন অনুষ্ঠান হবে কোন অনির্বাচিত সরকারে আন্ডারে নয়। বাংলার দুখী মানুষের শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে ম্যান্ডেট দিবে যে দলের প্রতি রায় দিবে শেখ হাসিনা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিরোধী দলের আসনে ফিরে আসবে। এই হচ্ছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ কখনও চৌর্যবৃত্তি করেনা, আওয়ামী লীগ গ্রেনেড হামলা করেনা, আওয়ামী লীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বাংলাদেশের মানুষকে ঝুঁকির মুখে ফেলে দেয়না। আওয়ামী লীগ আছে বলেই আজকে দেশে উন্নয়ন হয়েছে, মেট্রেরেল হয়েছে, এয়াপের্টে থার্ড টামর্মিনাল হয়েছে, আওয়ামী লীগ আছে বলেই বঙ্গবন্ধু টানেল হয়েছে। আওয়ামী লীগ আছে বলেই রুপপুরে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র হয়েছে। আওয়ামী লীগ আছে বলেই দেশের বড় বড় রাস্তাগুলি চার লেনে রুপান্তরিত হয়েছে, আওয়ামী লীগ আছে বলেই কৃষিক্ষেত্র মৎস্যক্ষেত্র, শিল্পক্ষেত্র সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে।
এমপি বাদশাহ বলেন, আমাদের মাঝে একটি ক্ষোভের জন্ম হয়েছে, একটি শক্তির জন্ম হয়েছে যারা নেত্রীর নির্দেশনা মানেনা তাদের কোনদিন মাথা শক্ত করে দাড়াতে দিবেনা আওয়ামী লীগ।
সমাবেশে দৌলতপুর উপজেলার ১৪ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনতা ব্যনার ফেস্টুন নিয়ে বাদ্য বাজিয়ে নেচে গেয়ে অংশ নেয়। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও আশাপাশের এলাকা।