• আপডেট টাইম : 10/01/2023 09:24 PM
  • 212 বার পঠিত
  • (লুনা নূর
  • sramikawaz.com

আগামী ২০ জানুয়ারি ২০২৩, পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মহাসমাবেশে বোমাহামলা ও হত্যাকাণ্ডের ২২তম বার্ষিকী। এ উপলক্ষে ঢাকার শাহ্বাগে আগামী ২০ জানুয়ারি শুক্রবার দুপুর২.৩০টায় সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে দেশবাসীরপ্রতি দুঃশাসন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং পল্টন মহাসমাবেশে শহীদদের স্বপ্ন বাস্তবায়নেরকর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহবান জানান।
উল্লেখ্য, ২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সিপিবি’র লাখো মানুষের মহাসমাবেশে
বোমা হামলা চালায় প্রতিμিয়াশীল ঘাতক চμ। এই হামলায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সিপিবি
নেতা কমরেড হিমাংশু মণ্ডল, খুলনা জেলার রূপসা উপজেলার সিপিবি নেতা ও দাদা ম্যাচ ফ্যাক্টরীর শ্রমিকনেতা কমরেড আব্দুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুটমিলের শ্রমিক নেতা কমরেড আবুলহাসেম ও মাদারীপুরের কমরেড মোক্তার হোসেন ঘটনাস্থলেই এবং খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ননেতা কমরেড বিপ্রদাস রায় আহত হয়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ওই বছরেই ২ ফেব্রয়ারি শহীদেরমৃত্যুবরণ করেন। বোমা হামলায় শতাধিক কমরেড আহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...