বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র অন্যতম উপদেষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশের বামরাজনৈতিক আন্দোলনের পথিকৃৎ কমরেড হায়দার আকবর খান রনো ১১ মে রাত ২টায় ঢাকার একটিবেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এক শোক বিবৃতিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ এবং সাধারণ সম্পাদকআব্দুল কুদ্দুস দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক এবং
শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ বলেন, বনেদী পরিবারে জন্ম নেয়ায় কমরেড রনোর কাছে সহজ জীবনের সুযোগ ছিল। কিন্তু সেইসুযোগ না নিয়ে তিনি বেছে নিয়েছিলেন একটি লড়াইয়ের জীবন। শ্রমিকের অধিকার আদায়ে নিরলসভাবে তিনিতার জীবন অতিবাহিত করেছেন। ফলে আজকে কমরেড রনোর মৃত্যুতেই এই সংগ্রামী জীবন থেমে যাবে না।
এই জীবন আরও অসংখ্য মানুষকে একটি সাম্যের দেশ গঠনের সংগ্রামে অনুপ্রাণিত করবে।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে কমরেড রনো ৬২’র শি¶া আন্দোলন থেকে শুরু করেপাকিস্তানি ¯ৈ^রাচারবিরোধী সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, এদেশে অসা¤প্রদায়িকতা, গণতন্ত্র ওসমাজতন্ত্র প্রতিষ্ঠারসংগ্রামে অবিচল ছিলেন। জেল-জুলুম নির্যাতন উপে¶া করে তিনি তার সংগ্রামী জীবন অব্যাহত রেখেছিলেন।
একজন মার্কসবাদী তাত্তি¡ক হিসাবে তিনি অসংখ্য লেখনি রেখে গেছেন যা নতুন প্রজন্মের জন্য সংগ্রামের প্রেরণা