• আপডেট টাইম : 26/12/2022 08:53 PM
  • 253 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

মেহেরপুরের গাংনী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ১৪৭ সীমান্ত পিলার সংলগ্ন কাজীপুর সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি’র পক্ষে ৭ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুষ্টিয়ার মিরপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল ইমারত হুসাইন। এসময় উপস্থিত ছিলেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল মো. আরিফুল হক পিএসসি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর জেলার বিএসএফ সেক্টর কমান্ডার ডিআইজি রাজেস কুমার মিশ্র। এসময় উপস্থিত ছিলেন, ভারতের ৮৪ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার নন্দন সিংহ। দুই দেশের সীমান্তরক্ষী প্রতিনিধি দলের কমান্ডারগণ সীমান্তে উপস্থিত হলে একে অপরকে ফুল দিয়ে বরণ করা হয়। এরপর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও সম্মান জানানো হয়। পরে সোহার্দ ও শান্তিপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...