• আপডেট টাইম : 18/05/2024 04:47 AM
  • 358 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে আসলাম হোসেন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া এলাকার পদ্মা নদীতে ডুবে কিশোর নিখোঁজের এ ঘটনা ঘটে। নিখোঁজ আসলাম হোসেন একই এলাকার বারু মালিথার ছেলে।
ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মনোয়ারা খাতুন জানান, দুপুরে আসলাম সহ ১০ থেকে ১২ জন সমবয়সী কিশোর এক সাথে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল। গোসল শেষে সকলেই নদী থেকে উঠে আসলেও আসলামকে না পেয়ে তার বন্ধুরা আসলামের বাবাকে খবর দেয়। খবর পেয়ে নিখোঁজ আসলামের বাবা সহ এলাকাবাসী নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ কিশোরের সন্ধানে পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালায়।
দূর্ঘটনার বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, পদ্মায় নিখোঁজ ওই কিশোরকে উদ্ধারে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খুলনা থেকে রওনা দিয়েছে। খবর পাওয়ার পর আমাদের একটি টিম ঘটনাস্থল পর্যবে¶ণ করেছে। ডুবুরি দল পৌঁছালে শুক্রবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...