• আপডেট টাইম : 18/09/2022 11:10 PM
  • 309 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় মাদক মামলায় ৬ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। আজ রোববার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম ৩ আসামীর উপস্থিতিতে এ রায় দেন এবং পুলিশকে বাঁকী ৩ আসামীকে দ্রুত গ্রেপ্তারের আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাবু (৩৮), ধর্মদহ গ্রামের দবির কসাইয়ের ছেলে বাবলু (৪৩), রমজানের ছেলে মুসলাম (৪০), লিয়াকতের ছেলে জাহাঙ্গীর (৪০), সিরাজের ছেলে বকুল (৩৮), মমিনের ছেলে জাইদুল (৩৩)। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় আসামীদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৪ মে বিকেলে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমন্তি সংলগ্ন ধর্মদহ গ্রামের বেলতলা মাঠে জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক টিম মাদকবিরোধী অভিযানে গেলে আসামিরা পালিয়ে যায়। এসময় পানের বরজ সংলগ্ন একটি গর্ত থেকে প্লাস্টিকের বস্তায় মুড়ানো ৬৭১ বোতল ফেনসিডিল ও ১০টি সাদা পলিথিনে মুড়ানো ৪৬ কেজি গাজা উদ্ধার করে। এঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়।
মামলাটি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ২০১৪ সালের ২৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন গোয়েন্দা শাখার তদন্তকারী কর্মকর্তা এস এম জাহিদ-বিন আলম। সা¶ীদের সা¶্য প্রমাণ আসামীদের বিরুদ্ধে অপরাধ প্রমানিত হওয়ায় আজ এ রায় দেন আদালতের বিচারক।
আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমানিত হওয়ায় ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...