• আপডেট টাইম : 08/09/2022 11:10 PM
  • 358 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে বিজিবি-বিএসএফ’র মধ্যে মৈত্রী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিএসএফ’র কাছে ৫-০ গোলে হেরে দেশে ফিরেছে বিজিবি। বুধবার বিকেল (বাংলাদেশ সময়) ৪টায় ভারতের নদীয়ে জেলার করিমপুর থানার শিকারপুর হাইস্কুল মাঠে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া (মিরপুর) সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন মো. জাবেদ, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল মো. আরিফুল হক পিএসসি ও পরিচালক লে. কর্ণেল শাহ মো. ইসতিয়াক পিএসসি সহ বিভিন্ন পর্যায়ের ১৪ জন বিজিবি’র পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিজিবি’র ফুটবল টিম। বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন, ভারতের দক্ষিণ সীমান্ত বিএসএফ কমান্ডেন্ট আইজি অতুল ফুলজিলে, ডি আইজি অমরেশ কুমার আরিয়া, ডি আইজি নরেশ চতুর্ভেদী ও সেক্টর কমান্ডার ডিআইজি রাজেশ কুমার মিশ্র সহ বিভিন্ন পর্যায়ে ১২ জন বিএসএফ’র পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিএসএফ’র ফুটবল টিম।
খেলার প্রথমার্ধে বিএসএফ ২-০ গোলে এগিয়ে থাকে এবং খেলার দ্বিতীয়ার্ধে আরো ৩ গোল দিয়ে বিজিবিকে ৫-০ গোলে পরাজিত করে বিএসএফ। খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরুস্কার তুলে দেন বিএসএফ কর্মকর্তা।
এরআগে বিজিবি ফুটবল টিম দুপুর ২টায় বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে তাদের ¯^াগত জানান বিএসএফ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...