• আপডেট টাইম : 27/08/2022 11:18 PM
  • 276 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া রীবন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি এ্যাড. নাজমুন নাহারের সভাপতিত্বে কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শাজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জজকোর্টের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর নুর উদ্দীন আহমেদ ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোছা. ইসমত আরা খাতুন। গেষ্ট অব অর্নার ছিলেন, ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’ এর পরিচালক ফেরদৌস খান। মুখ্য আলোচক ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শাহীনুর রহমান। ¯^াগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা এ্যাড. মো. মুহাইমিনুর রহমান পলল। স্মরণ সভা পরিচালনা করেন, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল হক রাকিব। আলোচনা শেষে ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’ প্রদর্শিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...