• আপডেট টাইম : 11/05/2022 12:00 AM
  • 340 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

টাঙ্গাইল পৌর শহরের আশেকপুরে একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংকের জন্য কূপ খননের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মে) দুপুরে পৌর এলাকার আশেকপুর ইন্দিরাপাড়া এলাকায় জোবায়দা উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন-জেলার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের পালপাড়া এলাকার অনাথ পালের ছেলে অখিল পাল (৪০)ও ঝুটুপালের ছেলে আনন্দ পাল (৫৫) ।

স্থানীয়রা জানান, সকালে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের জন্য কূপ খননের কাজ করছিলেন অখিলপাল ও আনন্দ পাল। ১২-১৩ ফুট খনন হয়ে গেলে কূপের চারপাশ থেকে মাটি পড়ে যায়। এ সময় মাটির নিচে চাপা পড়েন তারা দুজন। এ ঘটনায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ভেকু দিয়ে মাটি সরিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, কূপের গভীরতা বেশি হওয়ায় ভেকু মেশিন দিয়ে মাটি সরিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...