• আপডেট টাইম : 17/04/2022 11:13 PM
  • 354 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও পুলিশ সুপার মো. খাইরুল আলম।
অপরদিকে কুষ্টিয়ার দৌলতপুরে ১৭এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপল ক্ষেআজ রোববার বিকাল ৩টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক’ আলোচনা সভার অয়োজন করা হয়। উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দৌলতপুর দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোস্তফা, দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহম্মেদস্ব পন, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম ও প্রভাষক শরীফুল ইসলাম। মুজিবনগর দিবসের আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...