• আপডেট টাইম : 14/01/2022 04:25 AM
  • 571 বার পঠিত
  • শরীফুল ইসলাম ,কুষ্টিয়া ,
  • sramikawaz.com

যুবসমাজকে খেলাধুলায় মনোযোগী করে গড়ে তুলতেই জেলা শহরগুলোতেও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরী করছে বর্তমান সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
১৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ৪৪ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের শেখ কামাল স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলাম হানিফ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

মাহাবুবউল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া বান্ধব হওয়ায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবধরনের সহযোগিতা করে যাচ্ছেন তিনি।

পরে অতিথিবৃন্দ মুজিব জন্মশতবর্ষ উপল¶ে আন্তঃউপজেলা ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...