আজ ১৪ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মে দিবসের মিছিলে যোগদান করায় হামলা, মামলা ও হয়রানির প্রতিবাদে বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন-এর উদ্যোগে বিক্সোভ সমাবেশ অনুষ্ঠিত। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি আক্তারুজ্জামান খান। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট -এর কেন্দ্রীয় সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ ওএসকে টেক্সটাইল এন্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ইয়াসিন। সমাবেশটি পরিচালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, মে দিবসের মিছিলে পুলিশের ছত্রছায়ায় মালিকদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় বৃহত্তর কোতয়ালী থানার সাধারণ সম্পাদক বিপব সরকারকে মারাত্মকভাবে জখম করা, মে দিবসের র্যালিতে যোগদান করায় শ্রমিকদের মারধর ও হোটেল থেকে বের করে দেওয়া এবং সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলীসহ ৫ জনের নামে মিথ্যা মামলা, ৩ জনকে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ করেন।