• আপডেট টাইম : 27/12/2021 01:31 PM
  • 393 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com


চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার কুমারখালীর ১১ ও খোকসা উপজেলার ৯টি ইউনিয়নের মোট ২০২টি কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। কোন কোন কেন্দ্রে ৪টার পরও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে ইভিএম’এ ভোট অনুষ্ঠিত হয়। এছাড়াও খোকসার বেতবাড়ীয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বাবুল আক্তার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় এখানে শুধু মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বরের ভোট গ্রহন হয়েছে। প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর (নৌকা প্রতীক) পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেছেন।


শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে দুই উপজেলার ২০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৮টিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী এবং ১২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এরমধ্যে খোকসা উপজেলায় ৪টি আওয়ামী লীগ সমর্থিত নৌকা ও ৫টি স্বতন্ত্র এবং কুমারখালী উপজেলায় ৪টি আওয়ামী লীগ সমর্থিত নৌকা এবং ৭টি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।


নির্বাচিতদের মধ্যে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নে এনামুল হক মনজু (অটোরিকশা), সদকী ইউনিয়নে মিনহাজুল আবেদিন দ্বীপ (নৌকা), নন্দলাপুরের ইউনিয়নে জিয়াউর রহমান খোকন (মোটরসাইকেল), বাগুলাট ইউনিয়নে আজিজুল হক নবা বিশ্বাস (নৌকা), কয়া ইউনিয়নে সাদিয়া জামিল কনা (নৌকা), পান্টি ইউনিয়নে হাফিজুর রহমানের (মোটরসাইকেল), জগন্নাথপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল-বাকী বাদশা (আনারস), শিলাইদহ ইউনিয়নে গাজী বিপ্লব (মোটরসাইকেল), চাঁদপুর ইউনিয়নে হাফিজুর রহমান তুষার (মোটরসাইকেল), চরসাদীপুর মেছের আলী খান (আনারস) ও যদুবয়রা ইউনিয়নে মিজানুর রহমান (নৌকা) প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।


অপরদিকে খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নে বদর উদ্দিন খান (নৌকা), জানিপুর ইউনিয়নে হবিবর রহমান হবি (নৌকা), জয়ন্তীহাজরা ইউনিয়নে টিপু (আনারস), আমবাড়িয়া ইউনিয়নে আকমল হোসেন (চশমা), গোপগ্রাম ইউনিয়নে মোতালেব মেম্বার (মোটরসাইকেল), শিমুলিয়া ইউনিয়নে আব্দুল কুদ্দুস (আনারস), ওসমানপুর ইউনিয়নে ওহিদুল ইসলাম ডাবলু (আনারস), বেতবাড়িয়া ইউনিয়নে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় বাবুল আখতার (নৌকা) এবং খোকসা ইউনিয়নে অঅব্দুল মালেক (নৌকা) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...