• আপডেট টাইম : 01/11/2021 09:48 PM
  • 349 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া থেকে
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীতে স্ত্রী হত্যার দায়ে ¯^ামী আজিজুল হকের (৩০) যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুর ২টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ম এর বিচারক তাজুল ইসলাম আসামী আজিজুল হকের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।দন্ডিত আসামী আজিজুল হক কুমারখালী উপজেলার চরবানিয়াপাড়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেনের ছেলে। আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ডসহ ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৮ এপ্রিল রাত ১২টার দিকে কুমারখালী উপজেলার চরবানিয়াপড়া গ্রামের আজিজুল হক তার অন্ত:সত্ত¡া স্ত্রী কলেজ ছাত্রী জেসমিনকে যৌতুক দাবিতে নির্যাতন শেষে শ^াসরোধে হত্যা করে। পরদিন সকালে সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ। এ ঘটনায় মামলা হলে মামলার তদন্তভার পড়ে পিবিআই’র ওপর। তদন্ত শেষে স্ত্রী জেসমিন হত্যা দায়ে ¯স্বামী আজিজুলের বিরুদ্ধে অভিযোগ এনে ২০১৬ সালের ০৭ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করে পিবিআই।কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, গৃহবধু জেসমিন হত্যায় আদালতে করা নালিশী মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের দেয়া তদন্ত প্রতিবেদনে দীর্ঘ
স্বাক্ষী শুনানী শেষে আসামীর বিরুদ্ধে আনীত স্ত্রী হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হয়েছে। আসামী আজিজুল হকের যাবজ্জাীবন কারাদণ্ডাদেশসহ ২৫ হজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...