• আপডেট টাইম : 04/10/2021 05:10 PM
  • 370 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিবি) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান গণতান্ত্রিক বাম ঐক্য’র নতুন সমন্বয়ক হয়েছেন।

৩ অক্টোবর রোববার বিকালে গণতান্ত্রিক বাম ঐক্য’র অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়ক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী।

উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (ঝউচ)’র আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিডিবি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান।

সভায় নেতৃবৃন্দ চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, সম—সাময়িক রাজনীতি ও আগামী জাতীয় নিবার্চন নিয়ে আলোচনা করেন।

এ সময় নেতৃবৃন্দ গণতান্ত্রিক বাম ঐক্য’র ধারাবাহিক সমন্বয়ক পরিবর্তন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিবি) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খানকে গণতান্ত্রিক বাম ঐক্য’র নতুন সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়।

অতীতে জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক বাম ঐক্য যেভাবে রাজপথে ছিল ও বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করে জোটের নেতৃবৃন্দ সভা শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...