• আপডেট টাইম : 03/04/2021 05:29 PM
  • 455 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

হোফাজত ইসলামের বিরুদ্ধে প্রচারে নেমেছে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর। রাজধানীর মিরপুরসহ বিভিন্ন স্থানে শুক্রবার সকাল থেকে দেয়ালে দেয়ালে এ পোস্টার চোখে পড়ে।

২৬ তারিখে স্বাধীনতার ৫০তম বার্ষিকি-সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফলের প্রাক্কালে রাজধানীর বায়তুল দোকাররম মসজিদসহ বিভিন্ন স্থানে হামলা চালায় হেফাজত ইসলাম। এতে দুটি থানা ও পুলিশ ফাড়ি, জেলা পুলিশ কর্মকর্তার অফিসসহ সরকারি বিভিন্ন প্রশানিক ভবন, রেলস্টেশন, ভূমি অফিস পুড়িয়ে দেয়া হয়। হেফাজত ইসলাম পুড়িয়ে দেয় সূর সম্রাট আলাউদ্দিন খাঁ-এর সংগীত একাডেমি ও বঙ্গবন্ধুর ভাস্কর্য। পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর সময় আত্মরক্সার্তে চালানো পুলিশের গুলিতে চট্টগ্রামে ৫ জন নিহত হন।

হেফাজতের পক্ষ থেকে প্রচালনা চালানো হচ্ছে তান্ডবের সময় পুলিশের গুলিতে আরও বেশি মানুষ নিহত হয়। হেফাজতের পক্ষে হিজবুত তাহরীর এ সব প্রচারণে পরিচালনা করছে। এ সময় হেফাজত-এর কোন পোস্টার রাজধানীতে চোখে পড়েনি।

শুক্রবার দেশ জুড়ে বিক্ষোখ কর্মসূচি পালন করে হেফাজত ইসলাম। হেফাজত ইসলাম দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করে। একই দিনে হেফাজত ইসলাম-এর দাবির সঙ্গে সংগতি রেখে রাজধানীর বিভিন্ন দেয়ালে হিজবুত তাহরীর পোস্টার ছাটে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...