• আপডেট টাইম : 25/01/2021 01:29 AM
  • 509 বার পঠিত
  • সাতক্ষীরা প্রতিনিধি
  • sramikawaz.com

।আম্পান উপদ্রুত গ্রামীণ দরিদ্র নারী সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে সাতক্ষীরার কালীগঞ্জে প্রতিষ্ঠা লাভ করল ‘সুনিপুন’ নামের একটি গার্মেন্টস। এতে ৩২০ জন নারী শ্রমিক প্রাথমিকভাবে যোগ দিলেও এ সংখ্যা ছয়গুণ পর্যন্ত বাড়ানো হবে বলে জানা গেছে।

রোববার ২৪ জানুয়ারি দুপুরে সাতক্ষীরার কালীগঞ্জের মহীপুরে বেসরকারি সংস্থা সুশীলন কার্যালয় সংলগ্ন ভবনে এ গার্মেন্টস উদ্বোধন করা হয়। গার্মেন্টসের এসব নারী শ্রমিক বিভিন্ন শ্রমের সঙ্গে জড়িত ছিলেন। তাদের প্রশিক্ষণ দিয়ে গার্মেন্টসে নিয়ে আসা হয়।

ইউএনডিপির আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত ‘সুনিপুন’ গার্মেন্টস উদ্বোধন করেন কান্ট্রি ডিরেক্টর জেসমুল হাসান। বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউএনডিপির কাজল চ্যাটার্জী, ইউপি চেয়ারম্যান এনামুল ইসলাম ছোট ও মাস্টার নরিম আলী প্রমুখ।
সুত্র .যুগান্তর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...