• আপডেট টাইম : 05/12/2025 03:40 PM
  • 92 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়ার দৌলতপুরে রফিক মন্ডল (৪৮) নামে একজন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ইউসুফ আলী (৫৫) ও রবজেল ফরাজি (৫২) নামে আরো দু’জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত রফিক মন্ডল একই গ্রামে মৃত মতা মন্ডলের ছেলে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ওই রাতেই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ফারুক আলী (২৮) নামে এক যুবককে আটক করেছে। সে পচাভিটা গ্রামের চাঁদ আলীর ছেলে। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রফিক মন্ডল নিজ এলাকায় রাস্তার পাশে একটি চায়ের দোকানের মাচায় চা পানের জন্য বসে ছিলেন। এ সময় দু’টি মোটরসাইকেল যোগে আসা ৫ জন হেলমেট পরা সন্ত্রাসী রফিক মন্ডলকে কাছ থেকে গুলি করে। বুকে গুলিবিদ্ধ হয়ে রফিক মন্ডল মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে এলাকার লোকজন আতঙ্কে ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারী সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করেও এলোপাতাড়িভাবে গুলি চালালে ইউসূফ ও রবজেল নামে দু’জন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হোন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গুলিবিদ্ধ কৃষক রফিক মন্ডল ঘটনাস্থলে নিহত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং নিহত রফিক মন্ডলের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ জানান, মোটরসাইকেল যোগে আসা ৫জন দূর্বৃত্ত রফিক মন্ডলকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান রফিক মন্ডল। পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরো দু’জন। তাদেরকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
 
 নিহত রফিক মন্ডলের স্ত্রী রোকেয়া খাতুন বাদী হয়ে আজ শুক্রবার সকালে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাঁকী আসামিদের ধরতে অভিযান চলামান রয়েছে। 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...