• আপডেট টাইম : 15/12/2025 07:20 PM
  • 83 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুস্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশনে স্টেশন মাষ্টারের পদায়ন, স্টেশনের সংস্কার করে পুর্নাঙ্গনুপে চালু সহ ৭ দফা দাবীতে মিরপুর রেল স্টেশনে রেল পথ অবোরোধ করা হয়।

মিরপুর উন্নয়ন পরিষদের ব্যানারে ১৫ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সহ¤্রাধিক সাধারন মানুষ এই কর্মসুচিতে অংশ নেয়। এসময় খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ এবং রাজশাহী থেকে খুলনা গামী মহানন্দা ট্রেন আটকে দেন আন্দোলনকারীরা। ফলে উত্তরবঙ্গের সাথে দক্ষিনবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।

মিরপুর উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল করিম জানান, প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী এই স্টেশনটি রেলওয়ে কতৃপক্ষের অবহেলার করনে বন্ধের পথে। এখানে গত ৩ বছর যাবৎ স্টেশন মাস্টার নেই। তাছাড়া দীর্ঘদিন ধরে স্টেশনের সংস্কারও করা হয়না।

তিনি বলেন, আমরা এ বিষয়ে রেলওয়ের কতৃপক্ষের সাথে বার বার কথা বলেও কোন লাভ হওয়ায় অজকের এই কর্মসূচী। দাবী পুরন না হলে আরো কঠোর কর্মসুচি গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন। পরে রেলওয়ে উর্দ্ধতন কতৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...