• আপডেট টাইম : 15/12/2025 07:17 PM
  • 62 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুস্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় রোগী দেখার সময় এক চিকিৎসকের মোবাইলে গেম খেলার ঘটনায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৫ ডিসেম্বর রোববার দুপুরে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমারের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম এ অভিযান চালায়। প্রায় ৩ ঘন্টাব্যাপী চালানো হয় এ অভিযানে নথিপত্র পর্যালোচনা করে সামরিন সুলতানা নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত, ছুটি ছাড়াই ১৭ দিন অনুপস্থিত ও নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত থাকার প্রমাণ পেয়েছে দুদক।

এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও সেবিকাদের নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হওয়ার বিষয়টি নজরে এসেছে।

এর আগে গত মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ১১৯নং কক্ষে মেডিকেল অফিসার ডা. শামরিন সুলতানা রোগী দেখার সময় প্রেসক্রিপশন ও একই সাথে মোবাইলে গেম খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় চিকিৎসা নিতে আসা একজন জিজ্ঞেস করছেন আপনি গেম খেলছেন ? উত্তরে এই চিকিৎসক বলছেন সমস্যা কি, আমি গেমও খেলছি আপনার রোগীও দেখছি। এ ঘটনায় জেলা জুড়ে শুরু হয় সমালোচনা। তবে ওই চিকিৎসকের দাবি, কোন রোগী না থাকাই মোবাইল ফোন হাতে নিয়েছিলেন তিনি।


দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, সম্প্রতি শামরিন সুলতানা নামে এক চিকিৎসকের রোগী দেখার সময় দাবা খেলার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। এরই ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনায় আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সব বিষয়ে খতিয়ে দেখে শামরিন সুলতানার বিরুদ্ধে সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নেওয়া, যোগদানের পর থেকে ছুটি ব্যতীত ১৭দিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও সকাল সাড়ে ৮টা থেকে কর্মস্থলে আসার নির্ধারিত সময় থাকলেও তিনি এভারেজ পৌণে ১০টায় কর্মস্থলে আসার প্রমাণ মিলেছে। এছাড়া ভাইরাল ঘটনায় দুই কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হলেও তিনি জবাব দেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...