কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দুই রাকত নফল নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আছর উপজেলার তারাগুনিয়া হাইস্কুল ফুটবল মাঠে এ নফল নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নামাজ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজসহ দৌলতপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
তারাগুনিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. ফারুক হোসেন দুই রাকাত নফল নামাজ ও দোয়া পারিচালনা করেন। নামাজ ও দোয়া অনুষ্ঠানে দৌলতপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেয়। দোয়া অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়।