• আপডেট টাইম : 31/07/2024 10:25 AM
  • 209 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com


যে কোন আন্দোলন বাংলাদেশের শ্রমজীবি মানুষের অংগ্রহণের বিষয় উপেক্ষা করার মত নয়। কারণ বাংলাদেশের বর্তমানের সংগে যেমন শ্রম জড়িয়ে থাকে, ভবিষ্যতের জন্য স্বপ্ন ও আশা জড়িয়ে থাকে।


ভাষা আন্দোলন , স্বাধীনতা আন্দোলন, এমনকি সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনেও আমাদের শ্রমিকদের জীবন দিতে দেখেছি।


এবারের কোটা সংস্কার আন্দোলন যখন বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের রুপ নিলো বৈষম্যের বেদনা শ্রমিককের বুকে কি পরিমানে বাজে, সেটা জীবন দিয়েই তার উপলব্ধি করে।


এই আন্দোলনে শ্রমজীবি মানষ প্রত্যক্ষভাবে অংশ গ্রহণ করলেও আন্দোলনের সাথে একাত্ব হয়ে গিয়েছিল। এবং অনেকে আবার কর্মক্ষেত্রে যাওয়ার পথে বা ফেরার পথে নানাভাবে যুক্ত হয়েছে। ফলে আমরা ঢাকা মেডিকেল কলেজে আহত ও নিহত শ্রমিকদের জরিপ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে ১০৭৩ জন চিকিৎসার জন্য গিয়েছিলেন। এর মধ্যে ৩৫২জন জন ভর্তি হয়েছিলেন। এবং আইসিইউতে আছে আছেন ৩০ জন।


এদের মধ্যে শ্রমজীবি মানুষ ৯০ শতাংশ। তারা বিভিন্ন পেশার সাথে যুক্ত ছিলেন। ফলে এবার দেখলাম যেখানে মানুষের বেদনা, যেখানে মানুষের সংগ্রাম, যেখানেআন্দোলন সেখানে নানাভাবে আমাদের শ্রমজীবি মানুষের অংশ গ্রহণ থাকছে।


এই জীবন দানের পরে তারা স্বীকৃতিও পান না; তাদের স্বপ্ন সেটাও পূরণ হয় না। স্বপ্ন ও বেদনা দুটোই তাদের নিয়ে আন্দোলনের পথে। এবারও আমরা তা দেখেছি।


এ জন্য আমরা আমরা বলতে চাই, এই আন্দোলনে পুলিশের হামলা, গুলিবর্ষনে, নির্যাতনে যারা গুলি বিদ্ধ নিহত হয়েছে তাদের ক্ষতি পূরণ দিতে হবে। যারা আহত হয়েছেন , পঙ্গু হয়েছেন এবং আহত হওয়ার কারণে যে সব শ্রমিক কর্মক্ষেত্রে যেতে পারছে না, তাদের কোন অজুহাতে যেন ছাঁটাই না করা হয়। এটা আমরা দেখতে চাই।


আর একটি বিষয়, আন্দোলনের সময় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। আমরা চাই কোনভাবেই যেন এই সময় তাদের কর্মচ্যূতি বা তাদের কর্ম থেকে যেন কোনভাবেই বাদ দেওয়ার ষড়যন্ত্র না করা হয়।


আমরা মনে কি শ্রমজীবি মানুষের জীবন যাপন যে কষ্ট, চাকরি ক্ষেত্রে যে অনিশ্চয়তা, তাদের সন্তানদের লেখাপড়া করানোর ক্ষেত্রে যে অসহায়ত্ব সমমস্ত কিছুই নানা ধরণের কর্মকান্ডের মধ্যে দিয়ে মুর্ত হয়ে উঠেছে। আমরা মনে করি শ্রমজীবি মানুষের সংকটের দিকে নজর দেওয়া প্রয়োজন।


তাদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ ও তাদের কর্মজীবন শেষে নিরাপত্তার যে বিষয়টি তা নিশ্চিত করতে হবে। আন্দোলনে কোটা সংস্কারের ফুটে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে কথা। সবচেয়ে বড় বৈষম্যের শিকার আমাদের শ্রমজীবি মানুষ।


শ্রমজীবি মানুষের বৈষম্য থেকে যুক্ত করার জন্য পরবর্তি আন্দোলনগুলোর দিকে যাওয়া দরকার।##

রাজেকুজ্জামান রতন, সভাপতি, জাতীয় সমাজতান্ত্রিক ফ্রন্ট।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...