কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী’র নড়াইল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশ হয়েছে। গত সোমবার এ আদেশ হয়। দৌলতপুরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার কথা রয়েছে অনিন্দ্য গুহ নামে এক কর্মকর্তার।
বদলির আদেশ হওয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর বিরুদ্ধে দৌলতপুরে কর্মকালীন সময়ে নানা ধরণের অনিয়মের অভিযোগ উঠে। অভিযোগ উঠে ভাটা মালিকদের অনৈতিক সুবিধা দিতে ইটভাটা মালিকদের কাছ থেকে টাকা নিয়ে ২০২৪ সালে মহান বিজয় দিবস উদযাপন করার।
সেসময় এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে তিনি ভাটা মালিকদের লেলিয়ে দেন গণমাধ্যম কর্মীদের দমন করার জন্য। গভীর রাত পর্যন্ত তিনি নিজ দপ্তরে তাদের নিয়ে দফায় দফায় মিটিং করেন এবং তাদের দিয়ে কথিত সংবাদ সম্মেলন করান। শুধু তাই নয়, একটি গোষ্ঠিকে সুবিধা দিতে তিনি নানা ধরণের অনিয়মে জড়িয়ে পড়েন। উপজেলা পরিষদ অভ্যন্তরে বিভিন্ন আবাসিক, অনাবাসিক ভবন ও দপ্তর সংস্কারের নামে ২০২৪-২৫ অর্থ বছরের এডিবি’র বিশেষ বরাদ্দের ১ কোটি ৮০ লক্ষ টাকা লোপাটের অভিযোগ উঠে।
একই অর্থ বছরে বিভিন্ন ইউনিয়নে সড়ক সংস্কার ও উন্নয়নের প্রকল্পের অর্থ আত্মসাৎ, হাট-বাজারের ইজারার শতকরা ১ভাগের টাকা ইউপি সচিবদের মাধ্যমে উত্তোলন ও আত্মসাৎ এবং ইউপি সচিবদের কক্সবাজার ট্যুরে পাঠানো, সাব-রেজিস্ট্রার অফিসের চাঁদাবাজি ও দুর্নীতির অর্থের ভাগ নেওয়ার অভিযোগসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। এছাড়াও উপজেলা পরিষদের সরকারী ৩টি গাড়ীও একাই ব্যবহার করে থাকতেন তিনি। একটি গাড়ী তার পরিবারকে দিয়ে রেখেছিলেন নিয়মিত গাংনী উপজেলায় নিজ বাড়িতে যাতায়াত ও উপঢোকন পাওয়া বাজার সদায় সরবরাহের কাজে।
এসিল্যান্ড না থাকাকালীন সময়ে তার গাড়ীসহ দু’টি গাড়ীর নিজে ব্যবহার করে থাকেন। তবে গাড়ী ব্যবহার না হলেও গাড়ীর মেইনটেনেন্স ও ফুয়েল খরচও নিজে উত্তোলন করারও অভিযোগ রয়েছে ইউএনও আব্দুল হাই সিদ্দিকীর বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে জানতে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীকে ইমেইল ও ক্ষুদে বার্তা পাঠানো হলে তিনি ক্ষুদে বার্তায় জানান, ‘আসসালামু আলাইকুম ভাইজান, ১নং এ যে অভিযোগ উঠেছে বলে আপনি বললেন তা সঠিক নয়। এখানে যে কাজ হয়েছে তা সঠিক ভাবেই হয়েছে। আইনানুগ ভাবে ঠিকাদাররাই করেছে ভাই। আমি আপনাদের এলাকার ছেলে এমন অন্যায় আমি কখনোই করবো না।
২য় দৌলতপুর উপজেলা অনেক বড় উপজেলা। তাছাড়া আমার গাড়ি অনেক পুরাতন। উপজেলা জাস্ট ১ বার চক্কর দিলে ৭০/৮০ কি. মি. শেষ হয়ে যায়। আমার ওয়াইফ গাংনী গেলে অনেক সময় অটোতে যায়। অনেক সময় ঢাকা টু গাংনীর গাড়ি ব্যবহার করে।
দেখেন ভাই, এসব অভিযোগ সঠিক না। হয়তো কেও মনক্ষুন্ন হয়ে এমন অভিযোগ করেছে ভাই। যিনি করেছেন তার আমার এখানে চায়ের দাওয়াত থাকলো, আপনি অনুগ্রহ পূর্বক পাঠিয়ে দেবেন ভাই। আর আপনি বড়ভাই সুযোগ পেলে এই ছোটভায়ের অফিসে আসবেন। আপনারও চায়ের দাওয়াত থাকলো বড়ভাই। সর্বোপরি ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে বিষয়টি জানিয়েছেন’।
উল্লেখ্য, এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের আস্থাভাজন ইউএনও ছিলেন মো. আব্দুল হাই সিদ্দিকী। হাসিনা সরকারের পতন হলে তিনি ২০২৪ সালের ১০ নভেম্বর দৌলতপুর উপজেলায় যোগদান করেন। তিনি বিসিএস’র ৩৫ ব্যাচের কর্মকর্তা হিসেবে কর্মরত।
এ জাতীয় আরো খবর..