• আপডেট টাইম : 03/12/2025 07:21 PM
  • 114 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে মাদকের সাথে আসছে বিভিন্ন ধরণের অস্ত্র। ভারত থেকে পাচার হয়ে আসা এসব অস্ত্র হাত বদল হয়ে ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব অস্ত্র ব্যবহার হলে বাঁধাগ্রস্থ হতে পারে নির্বাচনী কার্যক্রম। তবে সীমান্তরক্ষী বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ভারত থেকে অবৈভাবে আসা এসব অস্ত্রের চালানের দু’একটি অস্ত্র উদ্ধার ও পাচারকারীদের কেউ আটক হলেও অস্ত্র ব্যবসার মুল হোতারা রয়ে যান সর্বদা ধরাছোঁয়ার বাইরে।
 
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার ধর্মদহ, বিলগাতুয়া, জামালপুর, মহিষকুন্ডি, ঠোটারপাড়া, মুন্সিগঞ্জ. চল্লিশপাড়া, চরপাড়া, আতারপাড়া, উদয়নগর ও বাংলাবাজার সহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা মাদকের সাথে পাচার হচ্ছে বিভিন্ন ধরণের অবৈধ অস্ত্র। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ইউএস’র তৈরি অত্যাধুনিক পিস্তুল, সেভেন এমএম পিস্তুল, নাইন এমএম পিস্তুল, এলজি, ওয়ান শুটার গানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। অবৈধ চোরাপথে ভারত থেকে আসা বিভিন্ন প্রকার মাদক ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, গাঁজা ও এলএসডি চালালের সাথে এসব অস্ত্র পাচার হয়ে থাকে। আর এসব অস্ত্র পাচারের নেপথ্যে জড়িত রয়েছে স্থানীয় প্রভাবশালী মহল। তারা রাজনৈতিক ছত্রছায়ায় মাদক পাচারের সাথে অস্ত্রের চালান পাচার করে থাকে। 
 
গোয়েন্দা সূত্রের তথ্যমতে ওইসব সীমান্ত এলাকা দিয়ে বেশ কয়েকটি চালানে প্রায় ৩ হাজার বিভিন্ন ধরণের অস্ত্র পাচার হয়েছে। আর চোরাপথে মাদকের পাশাপাশি এসব অস্ত্রের চালান পাচারে জড়িতদের মধ্যে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর, পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের আরিফ, লালু, সোহান, সুমন, নাজমুল, টুকন ও বিলা এবং হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারী গ্রামে চঞ্চল উল্লেখযোগ্য। প্রভাবশালীদের ছত্রছায়ায় এরা এসব অস্ত্রের চালান দেশের নানা প্রান্তে ছড়িয়েছে এবং এ ধরণের কাজ অব্যাহত রেখেছে তারা।  
 
২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল ও নাজুক হলে এ সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র চোরাচালান বেড়ে যায়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ও নিয়ন্ত্রণ হলে বিজিবি, পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে গত ১৬ মাসে ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার হয় এবং আটক হয় ২৮ জন মাদক ও অস্ত্র পাচারকারী চক্রের সদস্য।
 
নাম প্রকাশ না শর্তে মহিষকুন্ডি, জামালপুর ও মুন্সিগঞ্জ এলাকার কয়েকজন সচেতন নাগরিক বলেন, ইদানিং সীমান্ত এলাকায় রাতের বেলায় অচেনা লোকজনের চলাফেরা বেড়েছে। ধারণা করা হচ্ছে এরা চোরাচালান চক্রের সদস্য। এদের কিছু বলাও যায়না। উগ্র আচরণ ও চলাফেরা সন্দেহজনক।
 
সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  সোলাইমান শেখ বলেন, অস্ত্র পাচারের বিষয়ে আমার কিছু জানা নেই। তবে দৌলতপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির সবকিছুই স্বাভাবিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন। 
 
এবিষয়ে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আমি দুই মাস হলো এখানে এসেছি, অস্ত্রের চালান পাচারের বিষয়ে শুনেছি, তবে কিছু সীমাবদ্ধতার কারণে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। 
 
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিজ্ঞপ্তি মারফত জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে। পশাপাশি সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
 
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাঁধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ভারত থেকে চোরাপথে পাচার হয়ে আসা এসব অস্ত্র নির্বাচনের জন্য হুমকি হতে পারে এমনটি সচেতন মহলের অভিমত। তাই প্রয়োজন অস্ত্র উদ্ধারে কঠোর অভিযান এবং অস্ত্রের চালান পাচারে জড়িত গডফাদারদের আইনের আওতায় আনা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...