• আপডেট টাইম : 16/12/2023 11:14 PM
  • 170 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বিদেশী বিনিয়োগ-এর নামে বাংলাদেশকে ট্রেড ইউনিয়ন মুক্ত করার দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতৃবৃন্দ। তারা বলেন, কোন ভাবেই দেশকে শ্রমিকদের অধিকার খর্ব করে করতে ট্রেড ইউনিয়ন মুক্ত না হতে দেওয়া প্রত্যয় ব্যক্ত করেছেন।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর শনিবার সকালে জাতীয় স্মৃতি সৌধের মুল বেদীর পশ্চিম পাশে এক সমাবেশে শ্রমিকরা  জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণা তুলে ধরেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক্ আমিন।

ঘোষণায় বলা হয়,  বাংলাদেশের বর্তমানে ৮ টি ইপিজেড আছে। এসব ইপিজেডে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে পারেনা। ইপিজেডের আদলে সরকার ১০০ বিশেষ অর্থনৈতিক জোন করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি চালুও হয়েছে।এখানেও শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করতে পারবে না। হয়তো ১০ বা ১৫ বছর পরে বাংলাদেশের সমস্ত শিল্প প্রতিষ্ঠানই চলে যাবে এই ১০৮ টি ইপিজেড এবং এসইজেড এর মধ্যে। যেখানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিষিদ্ধ হবে। তাহলে কি আজ থেকে ১৫ বছর পরে বাংলাদেশ পরিণত হবে ট্রেড ইউনিয়ন মুক্ত দেশে ?

গার্মেন্টস, ইপিজেড এবং এসইজেড শ্রমিকদের দাবি,

১। বাংলাদেশে আরো ইপিজেড হোক ,

২। আরো এসইজেড হোক,

৩। আরো বিদেশী বিনিয়োগ হোক এবং

৪। আরো কর্মসংস্থান হোক। কিন্তু সবার আগে প্রয়োজন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার। ইপিজেড, এসইজেড সহ সকল স্থানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার মৌলিক অধিকার ( আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ ) অবশ্যই নিশ্চিত করতে হবে।

 

সমাবেশে উপস্থিত ছিলেন,  ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো:  রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো:  ফরিদুল ইসলাম, সহ-সভাপতি মো:  কবির হোসেন, নারী সম্পাদক সুইটি সুলতানা, দপ্তর সম্পাদক মো:  রিয়াদ হোসেন প্রমুখ। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন : একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...