• আপডেট টাইম : 21/11/2023 01:41 AM
  • 429 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম তুলেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটর সদস্য খলিসাকুন্ডি কলেজের সহকারী অধ্যাপক মোফাজ্জেল হক। আজ সোমবার দুপুরে ঢাকা বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন উত্তোলন করেন। এছাড়াও একইদিন এ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন তুলেছেন দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রামের প্রয়াত সাংবাদিক নাহারুল ইসলাম মন্টুর বড় ছেলে সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লব এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের মাহমুদুল হাসান রাকিব নামে একজন। এনিয়ে দৌলতপুর আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ১৪জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। এরআগে রোববার দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হুদা পটল আওয়মী লীগ দলীয় মনোনয়ন তুলেছেন।
এছাড়াও শনিবার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিতরণের প্রথমদিন মনোনয়ন উত্তোলন করেছেন দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে দৌলতপুর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, মেজছেলে দৌলতপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আরিফ আহমেদ, দৌলতপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসানুল আসকার হাসু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ করীম মিঠু, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আনছার আলী খান এবং কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা তারিক আল মামুন। অপরদিকে সোমবার কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে জাতীয় পার্টির বনানীর কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন তুলেছেন সাবেক মন্ত্রী কোরবান আলীর ছেলে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল। এছাড়াও তৃণমুল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল খালেক সরকাররোববার তৃণমুল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র তুলেছেন। তার বাড়ি দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর গ্রামে। এরআগেও তিনি বিভিন্ন দল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...