• আপডেট টাইম : 19/11/2023 07:05 PM
  • 283 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করে সাড়া ফেলেছেন খাইরুল ইসলাম ওরফে খাইরুল সাধু নামে এক সরকারী নৈশ প্রহরী। আজ রোববার দুপুরে তিনি কুমারখালী উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেনের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
খাইরুল ইসলাম কুমারখালী উপজেলার কাঞ্চনপুর গ্রামের নজর আলীর ছেলে। তিনি কুষ্টিয়া সরকারী টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে নৈশ প্রহরী (নিরাপত্তা প্রহরী) হিসেবে কর্মরত রয়েছেন।
কুমারখালী উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বলেন, খাইরুল ইসলাম একজন সরকারী কর্মচারী। এই অবস্থায় সংসদ নির্বাচনে তার প্রতিদ্ব›দ্বীতা করার কোন সুযোগ নেই। বিষয়টি খাইরুল ইসলামকে জানানোর পরও তিনি তার সিদ্ধান্ত থেকে সরে যেতে রাজী হননি। এদিকে, সংসদ সদস্য প্রার্থী হিসেবে খাইরুল ইসলাম সাধুর মনোনয়ন উত্তোলনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে আনন্দের খোরাক হিসেবে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...