• আপডেট টাইম : 28/10/2024 05:00 PM
  • 21 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন।

২৪ অক্টোবর সোমবার ভোর রাতে উপজেলার বেড়কালোয়া এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। হামলার এ ঘটনায় আরো এক পুলিশ সদস্য ও এক ইউপি সদস্য আহত হয়েছেন। তবে কি কারণে হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।


স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার ভোররাত ৪টার দিকে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য ছানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার ৬জন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যায়। এসময় অবৈধভাবে জাল ফেলে মাছ শিকার করছিল জেলেরা। পুলিশের নৌকাটি জেলেদের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে মারধর করে।

হামলায় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। হামলায় আহত হয়েছেন এস আই নজরুল ইসলাম ও কয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ছানোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চললেও পদ্মা নদীতে প্রতিনিয়তই অবৈধভাবে মাছ শিকার করছে জেলেরা। সোমবার ভোরে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় ৬জন পুলিশ নৌকা নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় তারা অভিযানের নামে জেলেদের মাছ লুটে নেওয়ার চেষ্টা করলে ক্ষি প্ত হয়ে জেলেরা তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের মাথায় হেলমেট পরা ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় কুমারখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, রাতে মৎস্য অভিযান ছিল না। পদ্মায় পুলিশ কেন গেছে তা জানি না।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ওয়ারেন্টের আসামী ধরতে গিয়ে পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে কুমারখালী থানা পুলিশের দু’জন এএসআই নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশের একাধিক দল নৌকা নিয়ে পদ্মায় তল্লাশি চালাচ্ছে।

এছাড়াও ফায়ার সার্ভিসও নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। হামলার ঘটনায় এক এস আই ও এক ইউপি সদস্য আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...