• আপডেট টাইম : 06/11/2023 03:16 AM
  • 161 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

৪ নভেম্বর শনিবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ধসঢ়। বিশেষ অতিতি ছিলেন দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মো. আলি আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম।


এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দৌলতপুর উপজলার বিভিন্ন এলাকার সমবায় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রমগ্রহণ করেছে। আলোচনা সভার আগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...