• আপডেট টাইম : 20/09/2023 02:34 AM
  • 195 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে ৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের মেলা চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্যাপন কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন. কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। বক্তব্য রাখেন, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ ও দৌলতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মহিউল ইসলাম মহিসহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৩দিনের স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় প্রদর্শনী স্টল দিয়ে দৌলতপুর উপজেলা প্রকৌশলী প্রথম, হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ দ্বিতীয় এবং আড়িয়া ইউনিয়ন পরিষদ তৃতীয় হওয়ায় দপ্তর প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এরআগে রবিবার বিকেল ৪টায় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন এবং স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্যাপন কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ র‌্যালি শেষে বেলুন উড়িয়ে ৩দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...