• আপডেট টাইম : 29/08/2023 11:52 PM
  • 117 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়াতেও ছড়িয়েছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে এ রোগীর সংখ্যা। তবে ডেঙ্গু প্রতিরোধে নেই কোন জনসচেতনতামূলক কার্যক্রম। নেই প্রশাসনিক তৎপরতাও। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় ৩৭জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসাপতালে ভর্তি হয়েছেন ২৩জন। বাঁকীরা জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। জানুয়ারী মাস থেকে আজ ২৯ আগষ্ট পর্যন্ত জেলায় ৫২৩ জন ডেঙ্গু রোগে আক্রান্তরা সুস্থ হয়েছেন। মারা গেছেন ১জন রোগী। কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে বা প্রতিরোধে মশক নিধনে পৌর কতৃপক্ষ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকা বা জেলার সর্বত্র জনসচেতনতামূলক কার্যক্রম তেমন লক্ষ্য করা যায়নি বা ব্যবস্থা নেওয়া হয়নি বলে সাধারণ জনগণের অভিমত।
কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ডেঙ্গু মোকাবেলায় সরকারী হাসপাতাল ও চিকিৎসকরা সবসময় প্রস্তুত রয়েছেন। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থাও রয়েছে। জেলা শহরের পাশাপাশি এখন উপজেলা গুলোতেও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। গত মাসের তুলনায় চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। এডিস মশা নিধনে সবাইকে সচেতন হতে হবে। না হলে ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব না বলে তিনি উল্লেখ করে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...