• আপডেট টাইম : 23/08/2023 08:57 PM
  • 116 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

ভারতের মিজোরাম রাজ্যে নির্মাণাধীন একটি রেল সেতু ধসে পড়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৩ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সেখানের কর্মকর্তারা জানান, ধসে পড়া স্থানে অনেকে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাদের উদ্ধারে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

তারা আরও জানিয়েছে, সেতুটি যখন ধসে পড়ে তখন সেখানে অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তাছাড়া নিহতদের জন্য দুই লাখ ও আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।


মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...