• আপডেট টাইম : 09/08/2023 02:25 AM
  • 154 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা ও অস্বচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর কর্মময় জীবন সম্পর্কে বক্তব্য রাখেন, দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর বিআরডিবি কর্মকর্তা কাবিল উদ্দিন, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, কাওছার আলী ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। শেষে অস্বচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ। দৌলতপুর উপজেলা প্রশাসন ও দৌলতপুর মহিলা বিষয়ক দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এরআগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবকে নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...