• আপডেট টাইম : 07/08/2023 04:50 AM
  • 258 বার পঠিত
  • জালাল হাওলাদার:
  • sramikawaz.com

 

৩ মাসের বকেয়া বেতন বেআইনিভাবে বন্ধ কারখানা চালু সহ বিভিন্ন দাবিতে টংগীর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বড়বাড়ির ন্যাশনাল কেমিক্যাল কারখানার শ্রমিকরা।

৬ আগস্ট রোববার সকাল থেকে এ অবস্থা কর্মসূচি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান কর্ম সূচি চলছিল।
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন কারখানা সিবিএ সভাপতি মো: মাহাফুজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: রাশেল মিয়া।

উপস্থিত আছেন বাংলাদেশ ট্র্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলা সদস্য জালাল হাওলাদার গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উত্তরা আঞ্চলিক সভাপতি জয়নাল আবেদিন।

কারখানা খুলে দেওয়া ও তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার গেটে পাঁচ দিন ধরে লংগরখানা খুলে অবস্থান কর্মসূচি পালন করছিল শ্রমিকরা।

রোববার সকাল থেকে লংগর কারখানা গাজীপুরের টংগীতে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে অবস্থা কর্মসূচি শুরু করেছে।

শ্রমিকরা জানান, দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...