• আপডেট টাইম : 04/08/2023 02:50 AM
  • 150 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে ৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সফল ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন, ৮আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সহধর্মিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন এবং ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে পৃথক এসব সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেতা টিপু নেওয়াজ, দৌলতপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, হায়দার আলী, আবু আফফান, দৌলতপুর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ঈমাম হাফেজ মাও. মো. সাইফুল ইসলাম, দৌলতপুর মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসসহ শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কালোব্যাজ ধারণ, শোক র‌্যালি, আলোচনা সভা, সেলাই মেশিন ও ঋণ বিতরণ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...