• আপডেট টাইম : 23/06/2023 01:47 AM
  • 164 বার পঠিত
  • আহসান হাবিব বুলবুল
  • sramikawaz.com

অত্যাবশ্যকীয় পরিষেবা বিল’২৩ প্রত্যাহারের দাবিতে আজ ২২ জুন, বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকেজাতীয় সংসদ অভিমূখে পদযাত্রা এবং জাতীয় সংসদের মাননীয় স্পীকার বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী পালনকরেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপের যুগ্মসমš^য়ক আব্দুল কাদের হাওলাদারের সভাপতিত্বে, স্কপ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ
নৌযান শ্রমিক ফেডারেশনের যৌথ সমাবেশ বক্তব্য রাখেন স্কপের অপর যুগ্ম সমš^য়ক শামীম আরা, জাতীয়তাবাদিশ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয়শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা:
ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকীল আক্তার চৌধুরী, বাংলাদেশ ট্রেডইউনিয়ন সক্সেঘর প্রাক্তন সভাপতি খলিলুর রহমান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদকওসমান আলী, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুঁইয়া, জাতীয় শ্রমিক জোটের সাধারণসম্পাদক নুরুল আমিন, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ আকন্দ প্রমুখ।


উপস্থিত ছিলেন স্কপ নেতা বাদল খান, নঈমুল আহসান জুয়েল, আমিরুল হক আমিন, আহসান হাবিব বুলবুল, আবুলকালাম আজাদ, পুলক রঞ্জন ধর সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আব্দুর রহিম ব· দুদু, আব্বাস উদ্দিন, কাওসারআহমেদ পলাশ, দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ নুরু, মোহাম্মদ সেলিম, নৌযান শ্রমিক ফেডারেশনের প্রকাশ দত্ত প্রমুখ।সামাবেশে নেতৃবৃন্দ অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবির যৌক্তিকতা তুলে ধরেন এবং দাবির সমার্থনেস্কপের পালিত কর্মসূচীর বিবরণ দিয়ে বলেন আমরা শ্রমমন্ত্রী কে জানিয়েছি, সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটিকে
জানিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী কে জানিয়েছি। আজ আমরা জাতীয় সংসদের সভাপতি মাননীয় স্পিকারের কাছেস্মারকলিপি দিয়ে আমাদের বক্তব্য তুলে ধরবো। এরপরেও যদি এই শ্রমিক বিরোধি বিল প্রত্যাহার না করে কৌশলকরা হয় বা পাশ করার চেষ্টা করা হয়, তাহলে সর্বত্মক ধর্মঘট আহবান করা ছাড়া বাংলাদেশের শ্রমিক আন্দোলনের
সামনে আর কোনো পথ খোলা থাকবেনা। সামাবেশ শেষে হাজার হাজার শ্রমিকের মিছিল সংসদ অভিমুখে রওনা দিলেকদম ফোয়ারার মোড় পুলিশি বাধা পেয়ে কর্মসূচী মাপ্ত ঘোষণা করা হয়। অতপর আব্দুল কাদের হাওলাদার, শামিমআরা, আলাউদ্দিন মিয়া, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, ডা. ওয়াজেদুল ইসলাম খান, নুরুর আমিন, কাওসারআহমেদ পলাশ, শাহ আলম ভুইঁয়াসহ ৯ সদস্যের একটি প্রতিনিধি দল কে স্পিকারের নিকট স্মারকলিপি প্রদানেরজন্য নিয়ে যাওয়া হয়। এই সময় নেতৃবৃন্দ শান্তিপুর্ণ পদযাত্রা কর্মসূচীতে পুলিশের বাধার নিন্দা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...