• আপডেট টাইম : 18/06/2023 01:47 AM
  • 145 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ জুন) বেলা ১১টায় উপজেলার আল্লারদর্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর শাখার সভাপতি মো. আলাউদ্দিন, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আছানুল হক, দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদুল আনাম, আল্লারদর্গা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক সম্রাট আলী, দৌলতপুর প্রেসক্লাবের কোষাধ্য¶ এস এম জাহিদ হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি"র তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু, আল্লারদর্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরান আহমেদ রাজিব, দপ্তর সম্পাদক মিলন আলী, কোষাধ্য¶ আসিক ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জোহন মন্ডল, তথ্য ও গবেষণা সম্পাদক নসিব উদ্দিন, নির্বাহী সদস্য জহুরুল ইসলাম, ইবাদত আলী, নাজমুস সাদাত খান ও ভেড়ামারা প্রেসক্লাবের সদস্য সাগর হোসেন পবন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জনি, বিপ্লব, রনি, শিশির, শিমুলসহ উপজেলার কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে সাংবাদিকরা জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করার দাবী জানান।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে সন্ত্রাসীরা নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...