• আপডেট টাইম : 30/05/2023 03:08 AM
  • 159 বার পঠিত
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের পল্লবীথানা সম্মেলনের শ্রমিক সমাবেশে বর্ষীয়ান শ্রমিকনেতামনজুরুল আহসান খান বলেছেন, বর্তমানে দেশের শ্রমজীবী মানুষ চরম দারিদ্রতার কষাঘাতে জর্জরীত। জীবনব্যয় মেটাতে গিয়ে মানুষের প্রাণ ওষ্ঠাগত।তিনি আরো বলেন, সরকার একেরপর এক গণবিরোধী পক্ষেদপ গ্রহণ করে শ্রমিক মেহনতী মানুষের জীবন ওজীবিকার অধিকার হরণ করে চলেছে। তিনি অবিলম্বে রিকশা শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করে
তাদের রুটি-রুজির অবাধ সুযোগ নিশ্চিত করার দাবি জানান।রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের পল্লবী থানা সম্মেলন আজ ২৯ মে, সোমবার বিকাল ৪টায় পল্লবীরবাউনিয়া বাধ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
আব্দুল কুদ্দুস।
মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপমহাদেশের প্রখ্যাত
শ্রমিকনেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ মনজুরুল আহসান খান, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নেরউপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, রাগীব আহ্সানমুন্না, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারি, যুগ্ম-
সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, পল্লবী থানার শ্রমিকনেতা মো.দিদার,করিম ব্যাপারী,আলম চাঁদ, মো. হাসান, সিরাজুল ইসলাম, মো. সোহেল, ইমরান হোসেন শিপলু,জিল্লুর রহমান মিলন, শরিফ।
সম্মেলন থেকে অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান, শ্রমিকের জন্যরেশনসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়। দাবি আদায়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষনা দিয়েমোহাম্মদ আলীকে সভাপতি, আলম চাঁদকে সাধারণ সম্পাদক, মো. সোহেলকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও মো.সোহাগকে সাংগঠনিক সম্পাদক করে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের পল্লবী থানা কমিটি গঠনকরা হয়।
বার্তা প্রেরক


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...