• আপডেট টাইম : 06/02/2023 03:35 AM
  • 266 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

লালন দর্শনে বিশ্বাসী ফরাসি নাগরিক দেবরাহ্ জান্নাতের আমন্ত্রণে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রগাপুর সীমান্তে হেম আশ্রম দর্শন করেন। সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করেন। আজ রোববার দুপুর ১২:০০ টায় হেলিকপ্টার যোগে হেমাশ্রমে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার দেওয়া হয়। পরে হেম আশ্রম অঙিনায় একটি আম গাছের চারা রোপন করেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। এরপর লালন দর্শন সম্পর্কে জানতে প্রবীণ সাধু দরবেশ নহির ফকিরের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ফরাসি নাগরিক দেবরাহ জান্নাত, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান সহ আমন্ত্রিত সুধীজন ও আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান লালন দর্শন সম্পর্কে জানতে চাইলে প্রবীণ সাধু দরবেশ নহির ফকির তাঁকে জানান, ‘লালন দর্শন হলো-মানবতা ও আত্মপ্রতিষ্ঠার মাধ্যমে সৃষ্টিকুলকে ভালভাবে জানা ও বোঝা। যেখানে শাস্ত্রীয় জ্ঞান, আত্মিক জ্ঞান ও ঐশ্মরিক জ্ঞান লাভ করা যায়। আর মানুষকে ভজন সাধনের মাধ্যমে ¯্রােষ্টার সান্নিধ্যলাভ করা যায়’। পরে সাধুদের পরিবেশনায় লালনের গাণ শুনেন মোস্তফা ওসমান তুরান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...