• আপডেট টাইম : 16/01/2023 02:57 AM
  • 296 বার পঠিত
  • শরীফুল ইসলাম কুষ্টিয়া
  • sramikawaz.com

এক সময় যেখানে ঝোপ-জঙ্গলে ভরা থাকতো এখন সেখানে সবুজে ঘেরা সবজি অথবা ফুল ও ফলের বাগান শোভা পাচ্ছ। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের তত্বাবধানে বদলে গেছে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরের এ চিত্র। বিশাল আয়তনের এ চত্বরে কোথাও চাষ হয়েছে বিভিন্ন ধরণের সবজি, আবার কোথাও ফুল ও ফলের বাগান আবার পরিত্যক্ত পড়ে থাকা জমিতে চাষ করা হয়েছে কলাক্ষেত বা কলার বাগান। ঝোপ জঙ্গলে ছেয়ে থাকা উপজেলা পরিষদের পুকুরপাড় পরিস্কার পরিচ্ছন্ন করে র্নিমাণ করা হয়েছে মনোমুগ্ধকর পার্ক ও ওয়াকওয়ে। একসময় সন্ধ্যা নামলে উপজেলা পরিষদ চত্বরে বিরাজ করতো ভুতুড়ে পরিবেশ। আর এখন সেই একই চত্বরে আলো ঝলমলে মনোমুগ্ধকর মনোরম পরিবেশ বিরাজমান। মো. আব্দুল জব্বার দৌলতপুরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে তাঁর নিজ প্রচেষ্টা ও তত্বাবধানে মাত্র একবছর কয়েক মাসের ব্যবধানে এমন চিত্র ও পরিবেশ যা এখন সবার নজর কাড়ে। বদলে যাওয়া এমন পরিবেশের বিষয়ে সদ্য এডিসি পদে পদোন্নতি পাওয়া বর্তমান দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার বলেন, ‘নিরন্তর উন্নয়নে দৌলতপুর’ দৌলতপুর উপজেলা প্রশাসনের এ শ্লোগান ও সঠিক তৎপরতার কারনে সম্ভাবনার ¶েত্রসমূহ অনবরত উন্মোচন হচ্ছে। কিভাবে সম্ভাবনার পরিকল্পিত উদ্যোগকে কাজে লাগানো যায় সেটা নিয়ে সকলের সহযোগিতা অব্যাহত রয়েছে। একটা ভুতুড়ে অবস্থা থেকে উত্তোরণ করা এবং সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা ও সদিচ্ছায় তা সম্ভব হয়েছে। উপজেলার অভ্যন্তরে অব্যবহৃত জমিগুলো ব্যবহারের আওতায় আনা হয়েছে। ফলজ বৃ¶, সবজি ¶েত, কলা চাষসহ কৃষির জন্যও ব্যবহার হচ্ছে। দৌলতপুর কৃষি অফিস এ মহতী উদ্যোগে ¯^তস্ফুর্তভাবে উদ্দেশ্যে পূরনে কাজ করছেন। এছাড়াও, উপজেলার সার্বিক একটা মাস্টার প্লান প্রণয়নের কাজও চলমান। তবে, সময়ের অভাবে কতটুকু শেষ করা যাবে জানি না, তবে পরিবর্তনের ছোয়া, নতুনত্বের হাতছানিতে সাড়া দেওয়ার পাশাপাশি মুখের কথার চেয়ে কাজের মাধ্যমে পরিকল্পনাধীন উদ্যোগ বাস্তবায়নে পরবর্তীতে নতুন কোন কর্মবীর এগিয়ে আসবেন এমন আশা ব্যক্ত করেন তিনি ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...