• আপডেট টাইম : 18/12/2022 11:05 PM
  • 214 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে একটি স্কুলের আট কক্ষসহ অন্তত ৩২ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার১৭ ডিসেম্বর রাতে আশুলিয়ার কলতাসূতি মাজার রোড বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত বকসি আদর্শ পাবলিক স্কুলের পরিচালক জহিরুল ইসলাম বকসি জানান, রাত সাড়ে ১০টার দিকে স্কুলের পাশেই শাহাবুদ্দিন মাস্টারের মালিকানাধীন সিএনজি অটো গ্যারেজ থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন গ্যারেজের পাশের টিনশেডের শ্রমিক কলোনি, দোকানপাট ও স্কুলে ছড়িয়ে পড়ে। আগুনে স্কুলের ৮টি কক্ষ, ১৫টি কম্পিউটার, পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, বইপত্রসহ সবকিছু পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত শ্রমিক কলোনির মালিক শাহাবুদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম জানান, তাদের টিনশেডের ১৭টি কক্ষ পুড়ে গেছে। সেই সঙ্গে ভড়াটিয়াদের কক্ষে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। আনুমানিক তাদের ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...